মাইক্রোসফট প্রজেক্ট টিউটোরিয়ালঃ
মাইক্রোসফট প্রজেক্ট, মাইক্রোসফট এর একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়ার। ইহা প্রজেক্ট ম্যানেজার এর জন্য একটি খুবই সহায়ক টুল, যা শিডিউল তৈরীতে, কাজে সম্পদ বন্টন, কাজের অগ্রগতি সনাক্ত করতে, বাজেট ব্যবস্থাপনার কাজে লাগে। তাছাড়া চলতি প্রজেক্ট কাজের চাপ ও এর পরিধি বিশ্লেষন করা যায়।
এই টিউটোরিয়াল এ এই সফটওয়্যার এর বিভিন্ন ফিচার সম্পর্কে সহজে বুঝার জন্য উদাহরনসহ আমরা আলোচনা করব ।
যাদের জন্য এই প্রজেক্ট
মূলত এই টিউটোরিয়ালটি প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য সহজবোধ্য করে সাজানো হয়েছে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট প্ল্যানিং এ যারা আছেন, যারা মাইক্রোসফট প্রজেক্ট ব্যবহার করেন নি। প্রজেক্ট এর যে কোন সাইজ এর সিডিউল, পরিকল্পনা এবং রিপোর্ট এর জন্য ২০১৩ ভার্ষণ ব্যবহার করতে পারেন । এই টিউটোরিয়ালটি মাইক্রোসফট প্রজেক্ট স্ট্যান্ডার্ড ফিচার অনুসারে করা হয়েছে।
এই টিউটোরিয়ালটি শিখতে যা প্রয়োজেন
মাইক্রোসফট প্রজেক্ট শিখার জন্য কম্পিউটার ও উইন্ডোজ এর উপর বেসিক জ্ঞান প্রয়োজন।
১। সাধারন অফিস পোগ্রাম ব্যবহার করা যায় এমন ডেস্কটপ কনফিগারেশন।
২। মাইক্রোসফট প্রজেক্ট ২০১৩ ভার্সন।
এই টিউটোরিয়ালটি শিখতে যা প্রয়োজেন
মাইক্রোসফট প্রজেক্ট শিখার জন্য কম্পিউটার ও উইন্ডোজ এর উপর বেসিক জ্ঞান প্রয়োজন।
১। সাধারন অফিস পোগ্রাম ব্যবহার করা যায় এমন ডেস্কটপ কনফিগারেশন।
২। মাইক্রোসফট প্রজেক্ট ২০১৩ ভার্সন।
EmoticonEmoticon