মাইক্রোসফট প্রজেক্ট সেটিংস

মাইক্রোসফট প্রজেক্ট সেটিংস

আপনাদের অনেকেই মাইক্রোসফট প্রজেক্ট ২০১৩ এর বিভিন্ন সেটিংস ব্যবহার করতে পারেন। নিচে দেখানো চিত্রের সাথে আপনার সেটিংস মিলিয়ে নিন । মনে রাখুন, সব সেটিংস  মাইক্রোসফট প্রজেক্ট এর প্রথমবার ইন্সটল করা ডিফল্ট সেটিংস হিসেবে থাকবে। প্রজেক্ট টি সাজাতে ও তথ্যপূর্ণ ফলাফল  পেতে নিচের মতো করে সাজাতে পারেন।
ধাপ ১ঃ প্রথমে File  এ ফাইলে যান তারপর Options  → General tab → Project view → Default view. তে ক্লিক করুন।  নিচের চিত্রের মতো আসবে।
Installing MSProject
Add caption
তারপর ড্রপডাউন বক্স থেকে “Gantt with Timeline” সিলেক্ট করুন।
Gantt Timeline
ধাপ ২ঃ তারপর আবার File থেকে Options → Display tab → Show Indicators and Options Buttons For. যান এবং টিক চিহ্ন দিন। নিচের চিত্র দেখুন----
Check Options
ধাপ ৩ঃ আবার File থেকে → Options → Schedule tab → Schedule → Show Assignment Units. এ যান এবং ড্রপডাউন বক্স থেকে পার্সেন্টেজ নির্ধারণ করুন।
Percentage
ধাপ ৪ঃ আবার File থেকে Options → Schedule tab → Calculation → Calculate Project after Each Edit এ যান। On button টি চেক রাখুন।
Check Button
ধাপ ৫ ঃ ফাইলটি সেভ করুন এভাবে ঃ File → Options → Save tab → Save projects । প্রজেক্টের নাম দিয়ে সেভ করুন।  আপনার প্রজেক্টটি (.mpp) extenstion দিন।
Select Project
ধাপ ৬ ঃ আবার File থেকে Options → Advanced tab → Edit . এ যান। সবগুলো অপশন টিক চিহ্ন দিন।
Check All

স্ক্রল বার দেখানোর জন্য (Show Scroll Bar):
আবার File এ যান। Options থেকে → Advanced tab → Display → Show Status Bar → Show Scroll Bar.
স্টেটাস বার (Status Bar) ও স্ক্রল বার (Scroll Bar) দেখানোর জন্য অবশ্যই টিক চিহ্ন দিন ।
Status Scroll
 ধাপ ৭ঃ Resources  এ যান → Level → Leveling Options → Leveling Calculations. ম্যানুয়াল এ টিক চিহ্ন দিন।
Set to Manual
Set Manual
ধাপ ৮ঃ আবার ও Resources → Level → Leveling Options → Leveling calculations  এ যেয়ে Overallocations. এ যান। । ড্রপডাউন বক্স থেকে “Day By Day” সিলেক্ট করুন।
DropDown


পূর্বের পৃষ্ঠা দেখুন                                                                                                       পরবর্তী পৃষ্ঠা দেখুন
মাইক্রোসফট প্রজেক্ট

মাইক্রোসফট প্রজেক্ট

মাইক্রোসফট প্রজেক্ট টিউটোরিয়ালঃ
মাইক্রোসফট প্রজেক্ট, মাইক্রোসফট এর একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়ার। ইহা প্রজেক্ট ম্যানেজার এর জন্য একটি খুবই সহায়ক টুল, যা শিডিউল তৈরীতে, কাজে সম্পদ বন্টন, কাজের অগ্রগতি সনাক্ত করতে, বাজেট ব্যবস্থাপনার কাজে লাগে। তাছাড়া চলতি প্রজেক্ট কাজের চাপ ও এর পরিধি বিশ্লেষন করা যায়।
এই টিউটোরিয়াল এ এই সফটওয়্যার এর বিভিন্ন ফিচার সম্পর্কে সহজে বুঝার জন্য  উদাহরনসহ  আমরা আলোচনা করব ।


যাদের জন্য এই প্রজেক্ট

মূলত এই টিউটোরিয়ালটি প্রাথমিক পর্যায়ে যারা আছেন তাদের জন্য সহজবোধ্য করে সাজানো হয়েছে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর  প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট প্ল্যানিং এ যারা আছেন, যারা মাইক্রোসফট প্রজেক্ট ব্যবহার করেন নি।  প্রজেক্ট  এর যে কোন সাইজ এর সিডিউল, পরিকল্পনা এবং রিপোর্ট এর জন্য  ২০১৩ ভার্ষণ ব্যবহার করতে পারেন । এই টিউটোরিয়ালটি মাইক্রোসফট প্রজেক্ট স্ট্যান্ডার্ড ফিচার  অনুসারে করা হয়েছে।


এই টিউটোরিয়ালটি শিখতে যা প্রয়োজেন

মাইক্রোসফট প্রজেক্ট শিখার জন্য কম্পিউটার  ও উইন্ডোজ এর উপর বেসিক জ্ঞান প্রয়োজন।
১। সাধারন অফিস পোগ্রাম ব্যবহার করা যায় এমন  ডেস্কটপ কনফিগারেশন।
২। মাইক্রোসফট প্রজেক্ট ২০১৩ ভার্সন।