আপনাদের অনেকেই মাইক্রোসফট প্রজেক্ট ২০১৩ এর বিভিন্ন সেটিংস ব্যবহার করতে পারেন। নিচে দেখানো চিত্রের সাথে আপনার সেটিংস মিলিয়ে নিন । মনে রাখুন, সব সেটিংস মাইক্রোসফট প্রজেক্ট এর প্রথমবার ইন্সটল করা ডিফল্ট সেটিংস হিসেবে থাকবে। প্রজেক্ট টি সাজাতে ও তথ্যপূর্ণ ফলাফল পেতে নিচের মতো করে সাজাতে পারেন।
ধাপ ১ঃ প্রথমে File এ ফাইলে যান তারপর Options → General tab → Project view → Default view. তে ক্লিক করুন। নিচের চিত্রের মতো আসবে।
Add caption |
তারপর ড্রপডাউন বক্স থেকে “Gantt with Timeline” সিলেক্ট করুন।
ধাপ ২ঃ তারপর আবার File থেকে Options → Display tab → Show Indicators and Options Buttons For. যান এবং টিক চিহ্ন দিন। নিচের চিত্র দেখুন----
ধাপ ৩ঃ আবার File থেকে → Options → Schedule tab → Schedule → Show Assignment Units. এ যান এবং ড্রপডাউন বক্স থেকে পার্সেন্টেজ নির্ধারণ করুন।
ধাপ ৪ঃ আবার File থেকে Options → Schedule tab → Calculation → Calculate Project after Each Edit এ যান। On button টি চেক রাখুন।
ধাপ ৫ ঃ ফাইলটি সেভ করুন এভাবে ঃ File → Options → Save tab → Save projects । প্রজেক্টের নাম দিয়ে সেভ করুন। আপনার প্রজেক্টটি (.mpp) extenstion দিন।
ধাপ ৬ ঃ আবার File থেকে Options → Advanced tab → Edit . এ যান। সবগুলো অপশন টিক চিহ্ন দিন।
স্ক্রল বার দেখানোর জন্য (Show Scroll Bar):
আবার File এ যান। Options থেকে → Advanced tab → Display → Show Status Bar → Show Scroll Bar.
স্টেটাস বার (Status Bar) ও স্ক্রল বার (Scroll Bar) দেখানোর জন্য অবশ্যই টিক চিহ্ন দিন ।
ধাপ ৭ঃ Resources এ যান → Level → Leveling Options → Leveling Calculations. ম্যানুয়াল এ টিক চিহ্ন দিন।
ধাপ ৮ঃ আবার ও Resources → Level → Leveling Options → Leveling calculations এ যেয়ে Overallocations. এ যান। । ড্রপডাউন বক্স থেকে “Day By Day” সিলেক্ট করুন।